সরকারি দলীয় নেতার ইশারায় আমার স্বামীকে গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ১:২৭:৩৫,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩১২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর উপশহরের বাসিন্দা ও ছাত্রদল নেতা এনামুল হকের স্ত্রী শ্যামা হক অভিযোগ করেছেন ছাত্রদলের রাজনীতি করায় তার স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, সরকারি দলের একজন নেতার ইশারায় তার স্বামী এনামুলকে ইয়াবা ট্যাবলেট দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ আগস্ট আমার স্বামী ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাত ৮টায় বাসায় ফেরার পথে সিলেট ল’ কলেজের সামনে নেওয়াজ নামে এক ছাত্রলীগ কর্মী ডাক দিয়ে রিকশা থামায়। রিকশা থেকে নামার পর পরই আর্মড পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় ওয়ারেন্ট ছিলনা। তাকে তারা মারধর করে হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেয় ও তার পকেটে ইয়াবা ট্যাবলেটও রেখে দেয়। পরে সামাদ ও সাজু নামক দু’জন আসামির সাথে পুলিশ অ্যাসল্ট ও ইয়াবা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে চালান দেয়। ইয়াবাসহ আটককালে সামাদ পুলিশকে ছুরিকাঘাত করে। সামাদ ও সাজু বলেছে, আমার স্বামী পথচারি ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে ক্ষমতাসীন দলের এক নেতার ইশারায় তাকে আটক এবং পকেটে ইয়াবা দিয়ে থানা পুলিশে হস্তান্তর করেছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত একই মামলার আসামি নেওয়াজকে গ্রেফতার করেনি।
শ্যামা বলেন, যুবলীগের এক প্রভাবশালী নেতা টাকার বিনিময়ে প্রশাসনকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করিয়েছে। জাতীয়তাবাদি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ও পরিচ্ছন্ন প্রতিবাদী ব্যক্তি হওয়ায় তার ভাবমুর্তি নষ্ট করতেই তাকে ফাঁসানো হয়েছে। তার নামে আগে কোনো মামলায় ওয়ারেন্ট ছিলনা। অথচ ছাত্রদল নেতা রাজু হত্যা মামলায় আমার স্বামী ও দেবরকে জড়ানো হয়েছে। দেবর একরামুল হকও জেলে। শ্বশুড় অসুস্থ। কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেছেন। এ অবস্থায় আমরা জিম্মি হয়ে আছি। বাচ্ছাদের ভয়ে স্কুলে দিতে পারছিনা। একের পর এক মিথ্যা মামলায় আমার স্বামী ও দেবরকে ফাঁসানো হচ্ছে। তিনি আশংকা প্রকাশ করেছেন, যেকোন মুহুর্তে তাদের জানমালের বড় ধরণের ক্ষতি হতে পারে। আর তাই প্রশাসনের কাছে ন্যায় বিচারের প্রত্যাশাও ব্যাক্ত করেছেন শ্যামা হক।