কাশ্মীর যাচ্ছেন শহীদ আফ্রিদি!
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৫৫,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীরের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন আগেই। এবার কাশ্মীরের এক শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এছাড়া কাশ্মীরের সমর্থনে পাক প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মাজার-ই-কায়েদ মসজিদে উপস্থিত থাকার ঘোষণাও দিয়েছেন তিনি।
কাশ্মীরের মুসলমানদের সমর্থনে কয়েকবার নিজের টুইট অ্যাকাউন্টে পোস্ট করেছেন আফ্রিদি। এছাড়া এক টুইট বার্তায় কাশ্মীরে মোদির আচরণকে বর্বরোচিত বলেও উল্লেখ করেন তিনি। আবারও কাশ্মীর ইস্যুতে সরব হলেন তিনি। পাক প্রধানমন্ত্রীর ডাকে সংহতি প্রকাশ করে সাবেক এ অলরাউন্ডার টুইটে লেখেন, ‘আসুন আমরা প্রধানমন্ত্রীর (ইমরান খান) ডাকে সারা দিয়ে কাশ্মীরের মুসলমানদের সহযোগিতা করি। আগামী শুক্রবার দুপুর ১২টায় কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি জানাতে আমি করাচির ঐতিহ্যবাহী মাজার- ই-কায়েদে থাকব। আপনারাও আমার সঙ্গে যোগ দিন।’
এছাড়া আগামী ৬ সেপ্টেম্বর আফ্রিদি কাশ্মীর যাবেন। সেখানে ভারতীয় সেনাদের হাতে শহীদ হওয়া এক কাশ্মীরির পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। টুইটে আফ্রিদি লেখেন, ‘আগামী ৬ সেপ্টেম্বর আমি একজন শহীদের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাব। যে কাশ্মীরে ভারতীয় সৈন্যদের হাতে শহীদ হয়েছে। আমি শীঘ্রই কাশ্মীর সীমান্ত (এলওসি) পরিদর্শন করব।’