শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে সংযুক্ত ইবতেদায়িতেও উপবৃত্তি চালু
প্রকাশিত হয়েছে : ৫:১৮:১৬,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রাথমিক বিদ্যালয়ের পর এবার ইবতেদায়ী মাদ্রাসা থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে উদ্যোগ নিয়েছে সরকার। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাশাপাশি এবার সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি দেয়া হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এই উপবৃত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য হাতে নেয়া হয়েছে একটি প্রকল্প। প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রনালয় সূত্র বলছে, প্রকল্পটির ডিপিপি তৈরি করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে লিখিত নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ৪ আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
চিঠিতে আগামী ১৮ আগস্টের মধ্যে ইবতেদায়ি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপবৃত্তি প্রকল্পের ডিপিপি তৈরি করে প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের।