ভারতের বিরুদ্ধে ৬ টি পাল্টা সিদ্ধান্ত নিলো পাকিস্তান!
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:০৩,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাশ্মীরকে বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ ধারা বিলুপ্ত ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করায় ভারতের বিরুদ্ধে ৬টি পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, বুধবার (৭ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এবং ওই বৈঠকে মোট ছয়টি সিদ্ধান্ত হয়।
১. ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছে পাকিস্তান।
২. ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করছে পাকিস্তান।
৩. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো কমিয়ে ফেলছে দেশটি।
৪. দ্বিপক্ষীয় সব বিষয়ের পুনর্মূল্যায়ন করা হবে।
৫. কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি জাতিসংঘে নিয়ে যাবে পাকিস্তান।
৬. ১৫ আগস্ট পাকিস্তানে কালোদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানবাধিকারমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টাসহ ইসলামাবাদ সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা।