আমেরিকান জোটে যোগ দিচ্ছে ব্রিটিশ!
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:০৩,অপরাহ্ন ০৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: পারস্য উপসাগরে আমেরিকার নেতৃত্বে গঠিত হতে যাওয়া নৌ জোটে যোগ দেবে ব্রিটিশ।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সোমবার (৫ আগস্ট) লন্ডনে এ সম্পর্কে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্রিটেন আমেরিকার পাশে থাকবে।
ইরান বিরোধী এ জোটে যোগ দেয়ার ঘোষণা দেয়ার একই সময়ে তার দেশের দ্বৈত নীতির বিষয়টি স্পষ্ট করে দিয়ে পরমাণু সমঝোতা রক্ষা করার ওপরও গুরুত্ব আরোপ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার লক্ষ্যে ব্রিটেন ইরানের পাশাপাশি এ সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে।
ইরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে আমেরিকা গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে নিজের সামরিক শক্তি জোরদার করেছে। পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতায় ইরান হস্তক্ষেপ করছে বলে ওয়াশিংটন ও লন্ডন যে অভিযোগ করছে তেহরান তা প্রত্যাখ্যান করেছে।
আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের দায়ে হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করার পর তেহরান বলেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার একমাত্র দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোর ওপর ন্যস্ত এবং এই উপসাগরে আর কখনো বহিঃশক্তিকে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে দেয়া হবে না।