রাস্তায় দুধ ফেলে খামারিদের প্রতিবাদ!
প্রকাশিত হয়েছে : ৭:০৩:১৮,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আদালতের নির্দেশে মিল্কভিটাসহ বিভিন্ন কোম্পানীর তরল দুধ নিষিদ্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দুগ্ধ খামারিরা। প্রতিদিন দোহনকৃত দুধ জমে থাকায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এবার রাস্তায় দুধ ফেলে প্রতিবাদ জানালেন দুগ্ধ খামারিরা।
সোমবার (২৯ জুলাই) পাবনা জেলার ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে শতাধিক দুগ্ধ খামারির। মানববন্ধন শেষে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে পুনরায় দুগ্ধ সংগ্রহ করার দাবি জানান তারা।
হারুনর রশীদ নামে এক খামারি বলেন, এ উপজেলায় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ উৎপাদন হয়। যা দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা হয়। এখন তারা আর দুধ নিচ্ছে না।
খামারী আলহাজ হোসেন বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছি, আজ দুধ বিক্রি করার জায়গা নেই। ঋণের কিস্তি দিতে পারছি না।’
মিল্কভিটার ভাঙ্গুড়া চিলিং সেন্টারের ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, মিল্কভিটা, আড়ং, প্রাণ, আকিজ ও বারো আউলিয়া নামের দুগ্ধ সংগ্রহকারী কোম্পানিগুলি এ উপজেলা থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ সংগ্রহ করতো। মূলত হাইকোর্টের নির্দেশনার কারণেই তারা বর্তমানে দুধ সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা।