গোলাপগঞ্জের আমনিয়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:০১:৩৬,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ আমুড়ায় প্রবাসীর অর্থায়নে দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্য প্রবাসী মিসেস মানোয়ারা হোসাইনের আর্থিক সহযোগিতায় আমনিয়া -১ ও আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেসগুলো বিতরণ করা হয়।
ড্রেস বিতরণের উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ।
আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভায় সভাপতিত্বকরেন ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান তুহিন ও আমনিয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রেহানা বেগম।
আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি ইমরানুল ইসলাম তানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম ও সিলেট পল্লী সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. মামুন-অর-রশীদ।
বক্তব্য দেন, আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল পাল, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম আতা মিয়া, ক্রীড়া ব্যক্তিত্ব আরমুজ আলী, মুরুব্বি চান মিয়া ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি কাওছার আহমদ।
উপস্থিত ছিলেন, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, আমনিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেহা বেগম, লতিফা নারগিছ, মাজেদা বেগম, সাহারা বেগম, সানজিদা বেগম, আমনিয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতা বেগম, শাহনাজ বেগম শেলী, রিফাত মাহবুবা, মাহবুবা সুলতানা লাকি, রোকেয়া বেগম, তরুণ সমাজসেবক সুবেল আহমদ, শাহ আলম বাদশা, তারেক আহমদ প্রমুখ।