রাজধানীতে জঙ্গি ধরতে গিয়ে আহত ৩ পুলিশ!
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:৪৮,অপরাহ্ন ২৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৫১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে দুইজন নারী সদস্য রয়েছে।
শনিবার ভোরে রাহধানীর রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আহমেদ আলী (৫৭), তাঁর স্ত্রী সালমা আহমেদ (৫০), তাঁদের ছেলে জাকারিয়া (৩৫) ও কিবরিয়া (৩০) এবং তাঁদের মেয়ে আসমা ফেরদৌস দীপা (২৫)।
আহত পুলিশ সদস্যদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন পরিদর্শক ও দুইজন পুলিশ কনস্টেবল।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোরে জঙ্গি সংগঠনটির সদস্যদের ধরতে রূপনগরের ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালায় এটিইউয়ের একটি বিশেষ দল। দীর্ঘ সময় ধরে দরজায় কড়া নাড়লেও ওই পরিবারের কেউ দরজা খোলেনি। একপর্যায়ে দরজা খুলে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এসময় জঙ্গিরা বোমার বিস্ফোরণও ঘটায় বলে তিনি জানান। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি করে।
মাহিদুজ্জামান আরও বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে জাকারিয়া নামে এক জঙ্গি আহত হয়েছেন। আটক করা হয়েছে নারীসহ পাঁচ জঙ্গিকে। বাসাটি থেকে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়েছে।