জিএম কাদের জাপার পুরো চেয়ারম্যান না ভারপ্রাপ্ত!
প্রকাশিত হয়েছে : ১১:৩২:১২,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৫০৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন বরং তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে এক চিঠিতে জানিয়েছেন রওশন এরশাদ। কিন্তু গত ২ দিন আগে দল থেকে জানানো হয়েছিলো জিএম কাদের এখন থেকে পুরো চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দলের হাইকমান্ডে এমন দ্বন্দ্বে তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। রওশনপন্থীরা বলছেন জিএম কাদের ভারপ্রাপ্ত আর জিএম কাদের পন্থীরা বলছেন পুরোপুরো চেয়ারম্যান।
সোমবার (২২ জুলাই) রাতে রওশন এরশাদের প্যাডে হাতে লেখা দলকে পাঠানো এক চিঠিতে তিনি জানান, জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দলের গঠনতন্ত্র পরিপন্থী। তিনি এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চিঠিতে আরও বলা হয়, জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। তিনি দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
অপরদিকে, জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, নেতৃত্বের প্রশ্নে কোনো দ্বন্দ্ব বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন তিনি।
সোমবার রাতে রওশন এরশাদসহ জাপার নয়জন নেতার নামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জিএম কাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকবেন।
বিবৃতিতে রওশনের স্বাক্ষর থাকলেও বাকিদের নামের পাশে স্বাক্ষর নেই। অন্য যাদের নাম রয়েছে তারা হলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দেলোয়ার হোসেন খান, ফখরুল ইমাম, সেলিম ওসমান, লিয়াকত হোসেন খোকা, রওশন আরা মান্নান, রত্না আমিন হাওলাদার, মাসুদা এম রশীদ চৌধুরী ও মীর আবদুস সবুর আসুদ।
এদিকে, গত ৪ মে রাতে সাংবাদিকদের বাসায় ডেকে ছোট ভাই কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার ঘোষণা দেন এরশাদ। ১৪ জুলাই রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরশাদের মৃত্যুর চার দিন পর জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান করা হয়েছে বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তবে সোমবার রাতে দলটির পক্ষ থেকে হাতে লেখা একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে জানানো হয়, যথাযথ ফোরামে আলোচনা করে জিএম কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়নি।
হাতে লেখা বিবৃতির প্রসঙ্গে জিএম কাদের বলেন, ‘বিবৃতিটি হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এরশাদ আমাদের পরিবারে পিতৃতুল্য ছিলেন, সেইভাবেই বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো।’ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এখনো পল্লীবন্ধুর নির্দেশনাতেই চেয়ারম্যান হিসেবে কাজ করছি।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ গঠনতন্ত্র অনুসরণ করেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। তারা যে নামেই সম্বোধন করবে তাতে কোনো সমস্যা নেই। জাতীয় পার্টিতে কাজ করাটাই আসল কথা। কোনো সমস্যা থাকলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করব।
এর আগে দলের বনানী অফিসে বন্যার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ত্রাণ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন জি এম কাদের। আগামীকাল বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- পার্টির উপদেষ্টা আশরাফ উদ-দৌলা, ভাইস চেয়ারম্যান দেওয়ান আলী, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম দপ্তর সম্পাদক এম এম রাজ্জাক খান প্রমুখ।