উপশহরে যুবককে গ্রীণ লাইন বাসের চাপা, ক্ষতিপুরণ দিয়ে রক্ষা!
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:১০,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৯১০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট নগরীর উপশহরে পথচারীকে চাপা দিয়ে ফেলে পালিয়ে যাচ্ছিল গ্রীণ লাইন পরিবহনের একটি বাস। এসময় ক্ষুব্ধ জনতা ব্যারিকেট দিয়ে বাসটি আটকিয়ে ক্ষতিপুরণ আদায় করেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টায় রোজভিউ হোটেলের সামনে ঘটে।
বাস চাপায় আহত যুবকের নাম সাইফুল ইসলাম। সে পেশায় কাট মিস্ত্রি। তার বাড়ি গোলাপগঞ্জ পৌরসভার দিঘিরপার এলাকায়। বর্তমানে নগরীর উপশহরে বসবাস করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কদমতলী থেকে বাইসাইকেল নিয়ে উপশহরে আসছিলেন সাইফুল। রোজভিউ হোটেলের সামনে আসামাত্র নগরীর সোবহানীঘাট দিক থেকে আসা গ্রীণ লাইন পরিবহনের দু’তলা একটি বাস (ঢাকা মেট্টো ব, ১৪- ৩১৯২) সাইকেলসহ তাকে চাপা দেয়। তাকে নীচে ফেলে চলে যাওয়ার সময় পয়েন্টে কর্মরত এক ট্রাফিক বাসকে সিগন্যাল দেন। ট্রাফিকের সিগন্যাল না মেনে পালিয়ে যেতে চাইলে পথচারীরা ব্যারিকেট দিয়ে বাসটি আটকান।
পরবর্তীতে পুলিশ এসে বিষয়টি সামাধান করে ক্ষতিপুরণ দিতে বলেন। চালক এসময় পাঁচশ; টাকা দিতে চাইলে উত্তেজিত হয়ে উঠেন জনতা। পরে ঐ যুবকের চিকিৎসার জন্য আপাতত এক হাজার টাকা দিয়ে ছাড়া পান যাত্রীসহ চালক।
এসময় একজন পুলিশ চালককে উদ্দেশ্য করে বলেন, সিলেটের মানুষ শান্তিপ্রিয়, গাড়িতে কেউ হাত দেয়নি। অন্য ক্থোও হলে এতক্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যেত।
উল্লেখ্য, গ্রীন লাইন পরিবহনের চালকরা এভাবে বেপরওয়া বাস চালানোর ফলে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে। গত বছরের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার নামে এক যুবক। বিষয়টি আদালতে গড়ালে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। যার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করলেও বাকি টাকা এখনও দেয়নি গ্রিন লাইন কর্তৃপক্ষ।