প্রবাসীরা চাঁদা তুলে অপর প্রবাসীর লাশ পাঠালেন দেশে!
প্রকাশিত হয়েছে : ১২:২০:০৫,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮৩ বার পঠিত
ইমরান আহমদ:: মো. আব্দুল গাফফার। বাড়ি সুনামগঞ্জের ষোলের গাঁও। পরিবার-পরিজনকে সুখে রাখতে পাড়ি দিয়েছিলেন মলয়েশিয়ায়। কিন্তু গত শনিবার কুয়ালালামপুর হাসপাতালে তিনি মারাযান। অবৈধভাবে বসবাস করায় তার লাশ দেশে পাঠানোর দায়িত্ব নেয়নি সেখানকার দূতাবাস। এমন খবর শুনে নিজ দেশের ভাইয়ের লাশ দেশে পাঠানোর দায়িত্ব কাঁধে তুলে নেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। তাঁরা চাঁদা তুলে আব্দুল গাফফারের লাশ দেশে পাঠিয়েছেন। শুধু লাশ পাঠাননি, আব্দুল গাফফারের পরিবার-পরিজনের জন্য এক লাখ টাকা অনুদানও পাঠিয়েছেন প্রবাসীরা।
বুধবার (১৭ জুলাই) স্থানীয় এলাকায় জাানযা শেষে তাঁকে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত হয়েছিলেন সিলেট প্রেসক্লাব সেক্রেটারী ইকবাল মাহমুদ। দাফন শেষে প্রবাসীদের পাঠানো অনুদানের এক লাখ টাকা তিনি আব্দুল গাফফারের পরিবারের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ভোরের কাগজের সিলেট ব্যুরো প্রধান ফারক আহমদস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সিলেট ডায়নামিক ফেডারেশন মালয়েশিয়া ও জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রেসক্লাব সেক্রেটারী ইকবাল মাহমুদ।
উল্লেখ্য, প্রবাসীদের এমন নজির শুধু আব্দুল গাফফারের জন্য নয়, এমন অনেক নজির রয়েছে আমাদের প্রবাসীদের। তাঁরা প্রবাসে থাকলেও দেশ ও দেশের মানুষের জন্য রয়েছে নাড়ির টান। প্রবাসে থেকে তাঁরা বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার মাধ্যমে দেশের মানুষকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
দেশের প্রতি টান ও ভালোবাসা সবারই থাকে। কিন্তু প্রবাসীরা সেই টান-ভালোবাসা, পরিবার-পরিজনের মায়া ত্যাগ করে পাড়ি দেন বিদেশে। একটু ভালো উপার্জনের আশায় তারা বছরের পর বছর বিদেশে পড়ে থাকেন। তাদের উপার্জনের ওপর নির্ভর করে দেশে থাকা পরিবারের ভরণপোষণ। শুধু তাই নয়, আমাদের আকাশচুম্বী চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তারা সাধ্যমতো হাসিমুখে তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে।