এরশাদের চিকিৎসা ব্যয় বহন করছে সরকার
প্রকাশিত হয়েছে : ৬:০২:১২,অপরাহ্ন ৩০ জুন ২০১৯ | সংবাদটি ১৩৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা ব্যয় দিচ্ছে সরকার বহন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি।
শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হওয়ায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা শনিবার থেকে থেকে কিছুটা অবনতি হলে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। এরশাদের ফুসফুসে পানি জমার কারণে সকাল থেকেই তাঁর কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল। যে কারণে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিছু সংক্রমণের চিকিৎসা চলছে।
সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, সিএমএইচের চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এরশাদের চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসকরা মনে করছেন, হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা সম্মিলিত সামরিক হাসপাতালেই সম্ভব। তবে, চিকিৎসকরা পরামর্শ দিলে হুসেইন মুহম্মদ এরশাদকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য পৃথিবীর যে কোনো দেশেই পাঠানোর প্রস্তুতি আছে আমাদের।
জি এম কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার সব ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় সিএমএইচের চিকিৎসায় আস্থা রেখেছেন। আমরাও সিএমএইচের চিকিৎসায় সন্তুষ্ট।
এরশাদের রোগমুক্তি ও সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জি এম কাদের।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বাজেট অধিবেশনে পল্লীবন্ধুর চিকিৎসা ব্যয় নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর তাঁকে দুর্নীতিবাজ প্রমাণ করতে ওই সময় বিএনপি সরকার দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাকে নিয়োজিত করেছিল। কিন্তু তারা পল্লীবন্ধুকে দুর্নীতিবাজ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। পল্লীবন্ধু কখনোই দুর্নীতি করেননি।
রাঙ্গা বলেন, প্রয়োজন হলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের শেষ সম্বল বিক্রি করে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা ব্যয় বহন করবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, আদেলুর রহমান এমপি, এস এম ইয়াসির, সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল আহসান শাহজাদা, মাতলুব হোসেন লিয়ন, মো. হেলাল উদ্দিন, মাহামুদা রহমান মুন্নি, এম এ রাজ্জাক খান, কাজী আবুল খায়ের, এম এ সাত্তার, মাখন সরকার, কেন্দ্রীয় নেতা এনাম জয়নাল আবেদীন, মিজানুর রহমান দুলাল, ফজলে এলাহী সোহাগ, অ্যাডভোকেট আবু তৈয়ব, মো. মিজানুর রহমান, এস এম এম সেলিম উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৬ জুন সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন।
জি এম কাদের শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানিয়েছিলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ ভাগ উন্নতি হয়েছে।
২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও নির্বাচনী প্রচারে যোগ দেননি। ২০ জানুয়ারি ফের সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি।