সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান মজিদুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১:২৭:২৫,অপরাহ্ন ২৮ জুন ২০১৯ | সংবাদটি ৬৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান হলেন অধ্যাপক মো. মজিদুল ইসলাম।
নবনিযুক্ত চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম এর আগে গাজীপুরের টঙ্গি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। তিনি সমাজকল্যাণ বিষয়ের অধ্যাপক।
বৃহস্পতিবার (২৭ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত এক আদেশে তাঁকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।