ইইউ নাগরিকদের ব্রিটেনে থাকার ভরসা বরিসের
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৫৮,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ২২৮২ বার পঠিত
জুয়েল রাজ : ইইউ নাগরিকদের ব্রিটেনে থাকার ভরসা বরিসেরব্রেক্সিট পরে ইইউ নাগরিকদের ব্রিটেনে থাকার ভরসা দিলেন পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিট কার্যকর হওয়ার পরও ইউরোপীয় নাগরিকগণ ব্রিটেনে থাকবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক লন্ডন মেয়র বরিস জনসন। সংসদ অধিবেশনে দক্ষিণ লেস্টাশেয়ারের সরকার দলীয় এমপি আলবের্তো কস্টা, ইতালীয় নাগরিক ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে থাকতে পারবে কিনা তা জানতে চাইলে ইতালীয় ভাষায় বরিস তার উত্তর শুরু করেন। এবং ইতালী নাগরিকরা ব্রিটেনে থাকতে পারবেন বলে জানান। তবে, ইইউ নাগরিকদের ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করতে হবে। তবেই যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
উল্লেখ্য, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে ইউরোপীয় নাগরকিগণ থাকতে পারবেন কিনা সেটা নিয়ে কোন স্পষ্ট কোন ঘোষণা ছিলনা। বরিস জনসনের এই বক্তব্যের পর অনেকেই ভরসা পাচ্ছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ব্রিটেনে ৩ মিলিয়ন ইউরোপীয় নাগরিক আছেন। এদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকও আছেন যারা ইউরোপের বিভিন্ন দেশর নাগরিকত্ব নিয়ে, ব্রিটেনে এসে স্থায়ী আবাস গড়েছেন। তাদের মধ্যেও এক ধরণের অনিশ্চিয়তা ছিল। বরিস জনসনের এই বক্তব্যে সেই অনিশ্চিয়তা দূর হয়েছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ব্রিটেনে থাকার অধিকার নিয়ে বিভিন্ন আইনী প্রতিষ্ঠান তাদের ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে।
সূত্র: মানবকণ্ঠ