একজন ইসহাক কাজল’’ গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে বক্তারা : ইসহাক কাজল আমাদের বিবেকের বাতিঘর হিসেবে বেঁচে থাকবেন
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:২০,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৮৯০ বার পঠিত
যে মানুষটির মাঝে কোন পরিবর্তন দেখিনি, যে আদর্শে বিশ্বাস করতেন আজো সেই আদর্শে অটল রয়েছেন, তিনি হচ্ছেন ইসহাক কাজল। বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্যে লেখক-সাংবাদিক এবং বামরাজনীতিক হিসেবে পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে সংগ্রাম করে যাচ্ছেন তিনি আমাদের মধ্যে দীর্ঘ দিন সুস্থ শরীরে বিবেকের বাতিঘর হিসেবে বেঁচে থাকুন মহান সৃষ্টিকর্তার কাছে এটাই কামনা করি। ক্যানসার আক্রান্ত বৃটেনের প্রবীন সাংবাদিক ও রাজনীতিবিদ ইসহাক কাজলের কর্মময় জীবনের উপর জনমত সম্পাদক নবাব উদ্দিন ও গবেষক ফারুক আহমদের যৌথ সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ ‘‘ একজন ইসহাক কাজলের’’ প্রকাশনা অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন তিনি শুধূ একজন সাংবাদিক বা রাজনীতিকই নন ১৯৭১ সালে দেশ মাতৃকার টানে ঝাপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। লেখক হিসেবে পেয়েছেন বাংলাএকাডেমী প্রবাসী সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার। বঞ্চিত মানুষের অধিকার আদায়ের রাজনীতির জন্যে ‘‘রাজ পথের রাজা’’ হিসেবেও পরিচিতি লাভ করেছেন। বক্তারা প্রবীণ এই সাংবাদিকের দীর্ঘায়ু কামনা করে বলেন এই মানুষিেট আমাদের পেরণার উৎস। গতকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় ইষ্ট লন্ডনের ওসমানী সেন্টারে প্রবীণ সাংবাদিক সৈয়দ নাহাশ পাশার সভাপদিত্বে ও সাংবাদিক সায়েম চৌধুরীর সঞ্চালনয় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির। বিবেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থের দু‘সম্পাদক ফারুক আহমদ, নবাব উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী এবং যাকে ঘিরে অনুষ্টানের আয়োজনা করা হয় সেই গ্রন্থের নায়ক শারিরিক ভাবে অসুস্থ সাংবাদিক ইসহাক কাজল। সাংবাদিক আব্দুস সাত্তারের লিখিত মুল প্রবন্ধ পাঠ করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুর রহমান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ থেকে আগত নাট্যকার শাকুর মজিদ, সাংবাদিক আবুমুসা হাসান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক মোহাম্মদ বেলাল আহমদ, সাংবাদিক মতিয়ার চৌধুরী,
সাংবাদিক সৈয়দ আনাছ পাশা, বিবিসি‘র মাহবুব হোসেন, চ্যানেল আই ইউরোপেরে ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব,লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী এমদাদুল হক চৌধুরী, সাংবাদিক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব, বিবিসিএ-এর সেক্রেটারী শাহানুর খান, মোহাম্মদ জোবায়ের, এম এ কাইয়ুম সহ আরো অনেকে। সাংবাদিক ইসহাক কাজল বলেন আমি জানতামনা আপনারা আমাকে এতো ভাল বাসেন, আজ এখানে উপস্থিত হয়ে জানতে দেখতে পারলাম আমার জন্যে এই সারপ্রাইজ। আমি সত্যিই অভিভুত, যারা আমার সম্পর্কে লিখেছন তারা অত্যন্ত মনপ্রান উজাড় করে লিখেছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ, এ ্ঋন শোধ করার নয়। প্রবীণ সাংবাদিক অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফ্ফার চৌধুরী, বাংলাদেশ সরকারের বিমান মন্ত্রী রাশেদ খান মেনন সহ বৃটেন, বাংলাদেশ, কানাডা এবং আমেরিকার ৫৩জন লেখকের লেখা স্থান পেয়েছে এই গ্রন্থে।