শেষ হল বাংলাদেশ বইমেলা লন্ডন ২০১৬
প্রকাশিত হয়েছে : ৮:২৭:১৬,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৬ | সংবাদটি ২১৪২ বার পঠিত
বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং লেখক-পাঠক সমাবেশের মধ্য দিয়ে গত ১৫ ও ১৬ অক্টোবর শেষ হল দুইদিনব্যাপী ‘বাংলাদেশ বইমেলা, লন্ডন ২০১৬’। ১৫ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি দিলু নাসের এবং বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন বুলবুল ও নূরুল ইসলাম, সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা কবি গোলাম কবির, সহ-সভাপতি ইসহাক কাজল ও কবি মুজিবুল হক মনি, সহ-সাধারণ সম্পাদক কাজল রশীদ প্রমুখ উপস্থিত লেখক-পাঠক ও অতিথিদেরকে সঙ্গে নিয়ে বইমেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল। বিকেল ৫টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’-এর সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন কবি মাহবুবুল হক শাকিল, বিশেষ অতিথি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এম আখতারুজ্জামান, প্রেস মিনিস্টার বাংলাদেশ হাইকমিশন নাদিম কাদির এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি। তানজিনা নূর-ই সিদ্দিকীর পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন ‘সম্মিলিত সাংস্কৃতিক পুরষদ, যুক্তরাজ্য’-এর সেক্রেটারি দিলু নাসের, স্বাগত বক্তৃতা করেন বইমেলা কমিটির আহবায়ক ফারুক আহমদ, কবি গোলাম কবির, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সহ-সভাপতি মাযহারুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর রেজা আহমেদ ফয়সল চৌধুরী শুয়েব, বিশ্ব সাহিত্যকেন্দ্রের সভাপতি কবি শামীম আজাদ, জার্মানবাসী লেখক ও গবেষক নাজমুন নেসা পিয়ারি, নাট্যকার শাকুর মজিদ প্রমুখ। সভায় সদ্যপ্রয়াত লন্ডনবাসী কবি ও লেখক মাসুদ আহমদ স্মরণে তার কবিতা থেকে আবৃতি করেন কবি মুজিবুল হক মনি। পুরো বইমেলাটি উৎসর্গ করা হয়েছিল সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী ও মাসুদ আহমদকে। এর পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রথমেই ছিল ব্রিটিশ ও বাঙালি বাঙালি কবিদের পরিবেশনায় পয়েট্রি সেশন। তারপর সংগীত, নত্যৃ ও আবৃতি। এগুলো পরিবেশন করেন সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা।
১৬ অক্টোবর, রবিবার, বিকেল চারটায় শুরু হয় বাংলাদেশ বইমেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা। এতে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’-এর সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আলাউর রহমান, গৌরী চৌধুরী, মহামায়া শীল, সারওয়া-ই আলম, ফারজানা শিপা স্বপ্না, সঞ্জয় দে প্রমুখ। নৃত্য পরিবেশন করে সাকিবা চৌধুরী। আবৃতি করেন উর্মি মাযহার শতরূপা চৌধুরী বণ্যা।
সন্ধ্যা ৭টায় শুরু হয় সমাপনী অধিবেশন। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের মাননীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহা এবং বিশেষ অতিথি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এম আখতারুজ্জামান। এতে বক্তৃতা করেন ‘বাংলাদেশ বইমেলা, লন্ডন ২০১৬’ উদযাপন কমিটির আহবায়ক ফারুক আহমদ, ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’-এর সেক্রেটারি দিলু নাসের, মাননীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এম আখতারুজ্জামান ও সভার সভাপতি গোলাম মোস্তফা। সভায় ‘বাংলাদেশ বইমেলা, লন্ডন, ২০১৬’ উপলক্ষে ঢাকার ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’, প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক বই লেখক ফারুক আহমদের ‘সাপ্তাহিক জনমত : মুক্তিযুদ্ধের অনন্য দলিল’ এবং সাংবাদিক-কলামিস্ট ইসহাক কাজলের, ‘মুক্তিযোদ্ধারা : সংগ্রামে সংকটে’র মোড়ক উন্মোচন করেন মাননীয় হাইকমিশনার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক। উল্লেখ্য যে, এ বছরের মেলায় এ দুটি বই বিক্রি হয় সবচে বেশি।
এবারের বাংলাদেশ বইমেলায় বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পান লন্ডনবাসী কবি শামীম আজাদ ও জার্মানবাসী কবি নাজমুন নেসা পিয়ারী।