গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের নির্বাচনে তমিজুর রহমান ও আখতার হোসেনের সমর্থনে সভা
প্রকাশিত হয়েছে : ২:৩৩:০৭,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৮৭৪ বার পঠিত
আগামি ৪ ডিসেম্বর গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নিবার্চনে সভাপতি পদে তমিজুর রহমান রনজু ও সাধারণ সম্পাদক পদে আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের উদ্যোগে গত ১৬ অক্টোবর রবিবার পূর্ব লন্ডন ব্রিকলেইনের আমার গাঁও রেষ্টুরেন্টে সংগঠনের সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত মুরব্বীয়ানগন, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্য, ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা খন্দকার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য, বতর্মান সহ-সভাপতি আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ।
সভায় উপস্থিত মুরব্বীয়ানগন আগামি নিবার্চনে সভাপতি প্রার্থী তমিজুর রহমান রনজু ও সাধারণ সম্পাদক প্রার্থী আখতার হোসেনকে সমর্থন করে আগামিতে সংগঠনের সকল সদস্যবৃন্দকে নিয়ে আরেকটি সভা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, সাপ্তাহিক নতুন দিনের চেয়ারম্যান আব্দুল মতিন, বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব কলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমান উদ্দিন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্ঠা আলহাজ শামসুল হক, জিএসসি সাউথ ইষ্ট রিজিওনের সভাপতি ও গোলাপগঞ্জ এডুকেশন ট্রাষ্ট-ইউকের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা ও ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন লেবু, বাগিরঘাট ভিলেজ ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ মাইজ উদ্দিন, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার ইউকের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল লতিফ নিজাম, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকাদক্ষিন ডিগ্রী কলেজের সাবেক এজিএস আব্দুল বাছির, বতর্মান কার্যকরী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল আহমদ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ সোহেল আহমদ বদরুল, প্রতিষ্ঠাতা সদস্য ও সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, ইসি মেম্বার ইকবাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ও মেম্বারশীপ সেক্রেটারী পদপ্রার্থী সালেহ আহমদ (বুধবারীবাজার), কমিউনিটি ব্যক্তিত্ব ও সহ-সভাপতি পদপ্রার্থী আলতা মিয়া, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ভিপি তৌফিকুল আহমদ টিটু, বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল বারী নাছির, সহ-সভাপতি মো: শওকত আলী, যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম, নির্বাহী সদস্য জাহেদ আহমেদ, সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন (ফুলবাড়ী), কমিউনিটি ব্যক্তিত্ব খন্দকার মহি উদ্দিন, আলী আমজাদ চৌধুরী, মাহতাব আবেদিন, আব্দুল মুমিন রুহেল, মোসলেউর চৌধুরী দিপু, সাহজান আহমদ, উদীয়মান লেখক হাম্মাদ আল-হাদী, জাহেদ আহমদ, রেদওয়ান আহমদ (লক্ষণাবন্দ) নজরুল ইসলাম, ফখরুল ইসলাম (বুধবারীবাজার), আব্দুল হান্নান প্রমুখ। সভায় অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল মুমিন রুহেল আখতার হোসেনকে সমর্থন করে নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়ায় বিপুল করতালিতে সবাই তাকে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত মুরব্বীয়ানগন ও সদস্যবৃন্দ গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসকে রাজনৈতিক মুক্ত রাখার আহবান জানিয়ে রনজু-আখতার পরিষদকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
আগামী ৩১ অক্টোবর সোমবার গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের সকল সাধারণ সদস্য, ইসি কমিটি ও উপদেষ্ঠা পরিষদের সদস্যবৃন্দের অংশগ্রহণে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।