ওসমানীতে সার্জন না থাকায় আধুনিক ‘মেশিন’ চলে যাচ্ছে ঢাকায়!
প্রকাশিত হয়েছে : ৪:১২:১০,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ৮৯৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘হার্ট লান মেশিন ঢাকায় চলে যাচ্ছে । যে মেশিনটি ওপেন হার্ট সার্জারির সময় লাগে।
সিলেটবাসীর স্বাস্থসেবার সর্বশেষ ভরসা ওসমানী হাসপাতালে কার্ডিয়াক ভাস্কুলার সার্জন এবং টিম (১০/১২জন) না থাকায় কোটি টাকায় কেনা এ মেশিনটি নষ্ট হওয়ার আগে যাতে কাজে লাগানো যায় তাই তা মন্ত্রী ও সচিবের পরামর্শে ফেরত পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা যুক্তি উপস্থাপন করেন।
চিকিৎসার আধুনিক এ মেশিন চলে গেলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিতহবেন সিলেটবাসী। এজন্য যে কোন মূল্যে মেশিন সিলেটে রাখার জন্য দাবী জানিয়েছেন সচেতন মহল।
কার্ডিয়াক ভাস্কুলার সার্জন এবং টিম তথা ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু করতে উদ্যোগী না হয়ে মেশিন সরিয়ে নিতে এ শ্রেণীর তৎপরতাই বেশী।
উল্লেখ্য, একবছর আগে কার্ডিয়াক সার্জন ডা.মাহবুবকে ওসমানী হাসপাতালে পদায়ন করা হয় ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু করার জন্য। তখন ওই মেশিনটি কেনা হয়। কিন্তু ডা. মাহবুব যোগদান করে টিম রেডি করার এক পর্যায়ে (২ মাসের মাথায়) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরবর্তীতে এই বিভাগ আর চালু করার কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। দীর্ঘদিন বিভাগর জন্য কেনা মেশিনটি পড়ে থাকে। হঠাৎ করে মন্ত্রণালয় থেকে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নির্দেশ আসে মেশিনটি ফেরত পাঠাতে ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি বিভাগ চালু থাকলেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ বিভাগ চালু হচ্ছেনা রহস্যজনক কারণে।
অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রত্যোক বিভাগীয় সদরে মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু করার জন্য।
এদিকে, উদ্বোধনের মাত্র ১ মাসের মাথায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনজিওগ্রাম মেশিন ফেরত যাচ্ছে এমন খবর বিভিন্ন অনলাইন পোর্টাল এবং ফেসবুকে ভাইরাল হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে গিয়ে জানা যায় এনজিওগ্রাম মেশিন ফেরত যাচ্ছে না, যাচ্ছে ‘হার্ট লান মেশিন।
তবে এবিষয়ে অভিযোগ রয়েছে সিলেটের কিছু ডায়াগনস্টিক সেন্টার উপর মহলে তদবির করে এবং ঢাকায় প্রয়োজনীয়তার দোহাই দিয়ে সেটি সোহরওয়ার্দীতে পাঠানোর ব্যবস্থা করেছে। যদিও ফেরত পাঠানোর বিষয়টিই অস্বীকার করেছেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান।
প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে আনা হয়েছিল অত্যাধুনিক কোবাল্ট ৬০ সিটিস্ক্যান। এই প্রথম এধরণের কোন অত্যাধুনিক মেশিন আসে বাংলাদেশে।
বর্তমান সরকার চলতি বছর এরকম ৩টি কোবাল্ট ৬০ সিটিস্ক্যান এনে এর একটি বরাদ্দ দেয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে। গত ১৮ মে সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন হাসপাতালে নতুন এই এমআরআই ও সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করেন। কিন্তু তার এক মাসের মাথায় সেটি ফিরিয়ে নেয়া হচ্ছে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে।