গ্যাসের চুলার লিকেজে অগ্নিকান্ডে পুড়লো ৫৭ ঘর-বাড়ি
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৪০,অপরাহ্ন ০৯ জুন ২০১৯ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় রোববার ভোররাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে পুড়েছে একটি শ্রমিক কলোনীর ৫৭টি ঘর ও মালামাল।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দুইজন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান জানান, ভোররাত পৌণে ৪টার দিকে বাইমাইল এলাকার ওই শ্রমিক কলোনীতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে নাজমুল হোসেন, আবু বকর, খোকা বাবু ও রায়হান উদ্দিনের মালিকানাধীন ওই শ্রমিক কলোনীর কাঁচা ও আধাপাকা ৫৭টি ঘর ও মালামাল পুড়ে গেছে।
জাকারিয়া খান আরো জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিভাতে গিয়ে খোকা বাবু (৪০) ও শামীম (৩৫) নামে দুই জন আহত হয়েছেন।