নির্বাচনে সম্মতি মিলেনি খালেদা জিয়ার
প্রকাশিত হয়েছে : ৫:২৩:৩৬,অপরাহ্ন ২৩ মে ২০১৯ | সংবাদটি ৩২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নফরম জমা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এর ফলে বৃহস্পতিবার এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় বিএনপির চার নেতার মনোনয়নপত্র জমা দেয়া হয়।
একাধিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। স্থানীয় নেতাদের হাইকমান্ড থেকে বলা হয়েছে, তারা যেন মনোনয়নফরম জমা না দেন।
দলের সিনিয়র এক নেতা বলেছেন, বেগম জিয়ার বার্তা পেয়েই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।
একটি সূত্র জানিয়য়েছে, বুধবার দিনের যেকোনো একটি সময়ে মনোনয়নপত্র পাঠানো হয় কারাবন্দী বেগম জিয়ার স্বাক্ষর নেয়ার জন্য।
কারাগারের একজন কর্মকর্তা মনোনয়নপত্র নিয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।
এসময় মনোনয়নফরম দেখে ক্ষিপ্ত হন তিনি। পরে কারাগারের ওই কর্মকর্তা স্বাক্ষর ছাড়াই মনোনয়ন ফরম নিয়ে ফিরে আসেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও বেগম জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেয়া হয়নি।
উপনির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়নপত্র জমা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টি জামান নিকেতা।
অন্যদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৩ মে।
একাদশ সংসদ নির্বাচনে বেগম জিয়ার পক্ষে তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। কিন্তু ইসি তিনটি আসনেই মনোনয়ন বাতিল করে দেয়।
গেল বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।