প্রায় দুই সপ্তাহ দেশের বাহিরে থাকবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:২৩,অপরাহ্ন ২২ মে ২০১৯ | সংবাদটি ৮২৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রায় দুই সপ্তাহের সফরে ২৫ মে বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের এ সফরে জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড ও সর্বশেস চিকিৎসার জন্য লন্ডনও যেতে পারেন।
মঙ্গলবার গণভবনে ইফতার মাহফিলে ঘনিষ্ঠজনদের সাথে এমন আলাপ করেন প্রধানমন্ত্রী নিজেই। তবে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের বিস্তারিত সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে যাচ্ছেন, এটুকু নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, জি-২০ দেশগুলোর রিসার্চ ও পলিসি এডভাইস নেটওয়ার্ক থিংক-২০’র (টি-২০) বার্ষিক সম্মেলন আগামী ২৬ ও ২৭ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে। বিশেষ অতিথি হিসেবে এই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টি-২০ সম্মেলনের পর প্রধানমন্ত্রী জাপান থেকে যাবেন সৌদি আরব। ইসলামি সম্মেলন সংস্থা ওআইসির ১৪তম সাধারণ অধিবেশন আগামী ৩১ মে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলন শেষে ৩ জুন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা দেশে ফিরে আসবেন, প্রধানমন্ত্রী যাবেন ফিনল্যান্ড। সেখানে ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির পরিবারের সাথে সময় কাটাবেন তিনি। প্রধানমন্ত্রী সেখানেই ঈদ উৎসব পালন করবেন বলে জানা গেছে।
৭ বা ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, এর মধ্যে তিনি লন্ডনে চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাইবেন। এ মাসের প্রথম সপ্তাহে লন্ডনে চোখের অপারেশন করিয়েছেন তিনি। তবে এখনো চোখে কিছু সমস্যা অনুভব করছেন। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেলে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড থেকে লন্ডন হয়ে ১০ বা ১১ জুন দেশে ফিরবেন।