বাঘায় প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ৩:২৯:০১,অপরাহ্ন ১৯ মে ২০১৯ | সংবাদটি ৩৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের বাঘায় ঘরেরচালা কেটে প্রবাসীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
শুক্রবার গভীর রাতে ডাকাতদল ঘরের পেছনের টিনের চালা কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘা ইউপির উত্তর গোলাপনগর প্রবাসী লায়েক আহমদ তালুকদারের বাড়ীতে ডাকাদল হানা দেয়। প্রবাসী পরিবার সিলেট উপশহরে থাকার সুবাদে ডাকাতদল স্বর্ণ লংকার, মোবাইল ফোন বা নগদ অর্থ না পেয়ে বাড়ী নির্মাণের জন্য রাখা টাইলস, রং, ড্রিল মেশিন, গ্লেন্ডার মেশিন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এতে বাড়ীর মালিকের প্রায় ৪ লক্ষ টাকার মালামাল খোয়া যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি দিলিপ কুমার নাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। তবে এ ঘটনয় এখনো মামলা দায়ের করা হয়নি।