প্রশ্নফাঁসের অভিযোগে ফের কওমি মাদরাসার পরিক্ষা স্থগিত
প্রকাশিত হয়েছে : ৬:৪১:১১,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৬৭২ বার পঠিত
ইমরান আহমদ:: প্রশ্ন ফাঁসের অভিযোগে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশে এর পরিক্ষা ফের স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবু দাউদ শরীফের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সহ-সভাপতি ও সিলেটের জামেয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহুদ্দীন রাজু পরিক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ‘আমাদের প্রতিদিনকে’ জানান, স্থগিত হওয়া বিষয়ের পরীক্ষা পুনরায় কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। আগামী পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়েও আজ বিকেলে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রসঙ্গ, প্রশ্ন ফাঁসের কারণে এর আগে গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দাওরায়ে হাদিসের পরীক্ষা বাতিল করা হয় ১৩ এপ্রিল। সেদিনই ঘোষণা করা হয় ২৩ এপ্রিল থেকে নতুন করে পরীক্ষা গ্রহণ শুরু হবে, এবং তা চলবে ৩ মে পর্যন্ত। সে অনুযায়ী গত ২৩, ২৪ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আজ ২৫ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হল আবারো সেই প্রশ্ন ফাঁসের অভিযোগেই।
এছাড়াও ১৩ এপ্রিল বিশেষ বৈঠকে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত করতে মুফতী রুহুল আমীনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।
তদন্ত কমিটির সদস্যরা হলেন সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মাহফুজুল হক।