সাংবাদিকদের তাড়িয়ে মোকাব্বির খান এমপির প্রথম সভা!
প্রকাশিত হয়েছে : ১০:৪১:৩৩,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান সভা কক্ষ থেকে সাংবাদিকদের তাড়িয়ে প্রশাসনের সাথে বৈঠক করেছেন। সাংবাদিকদের সভা কক্ষ থেকে বের করা নিয়ে এমপি দুষছেন ইউএনওকে আর ইউএনও বলছেন এমপির কথায় বের করে দেয়া হয়েছে। এনিয়ে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সকল সংবাদ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
জানাগেছে, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে স্থানীয় এমপির প্রথম মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। স্থানীয় সাংবাদিকসহ জনপ্রতিনিধিদের আমন্ত্রণও করা হয়। কিন্তু ওই সভায় প্রেসক্লাব একাংশের সভাপতি কাজী জামাল উদ্দিন ও অপরাংশের যুগ্ম-সম্পাদক নবীন সোহেল উপস্থিত হলে তাদের বের করে দিয়ে গোপনে সভার সমাপ্তি করা হয়। এ ঘটানয় দু’টি প্রেসক্লাব ও একটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ দিনভর বৈঠক করেন। বৈঠকে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে, এপ্রসঙ্গে স্থানীয় এমপি মোকাব্বির খান ও ইউএনও অমিতাভ পরাগ তালুকদার ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন। এমপি মোকাব্বির খান বলেছেন, আমি সাংবাদিকদের আমন্ত্রণ জানাইনি এবং সভা থেকে বের হয়ে যেতেও বলিনি।
আর ইউএনও অমিতাভ পরাগ তালুকদার বলেছেন, এমপি মহোদয়ের নির্দেশেই সাংবাদিকদের সভাস্থল ত্যাগ করতে বলা হয়েছে। কারণ এমপি মহোদয় বলেছেন, সাংবাদিকদের নিয়ে পরে মতবিনিময় সভা করবেন। যে কারণে আমি সাংবাদিকদের বের হয়ে যেতে বলেছি। আসলে এটা কোন গোপন সভা নয় বলেও দাবি করেছেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় অংশ নেন কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ), মোসাদ্দিক হোসেন সাজুল (বিশ্বনাথ বার্তা সম্পাদক), তজম্মুল আলী রাজু (ইত্তেফাক), জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল/কাজিরবাজার), আশিক আলী (যুগান্তর), প্রনঞ্জয় বৈদ্য অপু (উত্তরপূর্ব), এমদাদুর রহমান মিলাদ (সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (কালের কণ্ঠ), কামাল মুন্না (যায়যায়দিন), নুর উদ্দিন (সিলেটের দিনরাত), নবীন সোহেল (বাংলাদেশের খবর), আব্বাস হোসেন ইমরান (শুভ প্রতিদিন) আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), আব্দুস সালাম (ইনকিলাব), শুকরান আহমেদ রানা (সিলটিভি), পাভেল সামাদ (দিনকাল), মিছবাহ উদ্দিন (ডেসটিনি), বদরুল ইসলাম মহসিন (বিশ্বনাথবার্তা), মোশাহিদ আলী (সিলেট প্রতিদিন)।