লাশের পকেটে বেজে উঠলো ফোন
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৪৬,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৬২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানী বনানীর এফ আর টাওয়ারের সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একের পর লাশ বের হতে থাকে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এক ব্যক্তির মৃতদেহ নিচে নামানোর পর হঠাৎই তাঁর পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে, হয়তো উদ্বিগ্ন কোনো স্বজন ফোন দিয়েছিলেন। ফায়ার সার্ভিসের এক কর্মী লাশ বহন করা ব্যাগের চেইন খুলে মৃতব্যক্তির পকেট থেকে ফোন বের করে কথা বলেন। তিনি নিহতের পরিচয় পেয়ে তা লিখে রাখেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।