সিলেটে সর্বোচ্চ ভোটার গোলাপগঞ্জ উপজেলায়
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৫৫,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৮৪ বার পঠিত
ইমরান আহমদ, সিলেট:: সিলেটের ১২ উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ভোটার গোলাপগঞ্জে ও সর্বনিম্ন ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
আগামীকাল সোমবার ১২ উপজেলার ৮১৫ ভোটকেন্দ্রে এসকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এজন্যে নিয়োজিত থাকবেন ১৪ হাজার ৫৭ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৯০ জন ও ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন হলেন মহিলা ভোটার। ১২ উপজেলার ৪ পৌরসভা ও ৯৭ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৮১৫টি। ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ৪১৪টি। স্থায়ী ভোট কক্ষ ৪ হাজার ৮৬টি ও ৩২৮টি হচ্ছে অস্থায়ী ভোট কক্ষ। ১৪ হাজার ৫৭ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোট গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছেন ৮১৫ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৪১৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ হাজার ৮২৫ জন পোলিং অফিসার।
তথ্যসূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২২ হাজার ৫০০ জন। পুরুষ ১ লাখ ১১ হাজার ৫২৫ জন ও মহিলা ১ লাখ ১০ হাজার ৯৭৫ জন। ভোটকেন্দ্র ১০২টি। ভোট কক্ষ ৫৫৬টি। স্থায়ী ভোট কক্ষ ৪৯৬টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬০টি। ১ পৌরসভা ও ১১ ইউনিয়নের এই উপজেলায় থাকবেন ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১১২ জন পোলিং অফিসার।
সিলেট সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৭১২ জন ও ১ লাখ ৬ হাজার ৬২৩ জন হলেন মহিলা ভোটার। ৮ ইউনিয়নের এই উপজেলার ভোটকেন্দ্র ৯১টি। ভোট কক্ষ ৫৪৩টি। স্থায়ী ভোটকক্ষ ৪৮২টি ও ৬১টি হচ্ছে অস্থায়ী ভোটকক্ষ। ৯৯ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৮৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।
বিশ্বনাথ উপজেলার মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৬৫৯ জন। পুরুষ ৭৬ হাজার ৫৯৯ জন ও ৭৪ হাজার ৬০ জন হলেন মহিলা ভোটার। ৮ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৭৪টি। ভোট কক্ষ ৩৭৪টি। স্থায়ী ভোট কক্ষ ৩৬৭টি ও ৭টি হচ্ছে অস্থায়ী ভোট কক্ষ। থাকবেন ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে ভোটকেন্দ্র ৩৬টি। ভোট কক্ষ ১৭৬টি। তবে এই উপজেলায় অস্থায়ী ভোট কক্ষ নেই। মোট ভোটার ৭২ হাজার ৬৫৪ জন। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৪৪৬ জন ও মহিলা ৩৬ হাজার ২০৮ জন। ৩৬ জন প্রিজাইডিং অফিসার, ১৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫২ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।
বালাগঞ্জ উপজেলার মোট ভোটার ৮০ হাজার ৬০৯ জন। পুরুষ ৪০ হাজার ২২৮ জন ও ৪০ হাজার ৩৮১ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৩৪টি। এর মধ্যে ৩৩টি স্থায়ী ও ১টি অস্থায়ী ভোট কেন্দ্র। মোট ভোট কক্ষ ২০৮টি। স্থায়ী ভোট কক্ষ ১৯৩টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫টি। ভোট গ্রহণে থাকবেন ৩৪ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪১৬ জন পোলিং অফিসার।
কোম্পানীগঞ্জ উপজেলার মোট ভোটার ৯৬ হাজার ৫১৩ জন। পুরুষ ৫০ হাজার ৬৬০ জন ও ৪৫ হাজার ৮৫৩ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ৩৯ জন প্রিজাইডিং অফিসার, ২৫০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫০০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। উপজেলায় ভোটকেন্দ্র ৩৯টি। ভোট কক্ষ ২৫০টি। তবে কোনো অস্থায়ী ভোটকেন্দ্র নেই।
কানাইঘাট উপজেলায় ভোটকেন্দ্র ৮১টি। ভোট কক্ষ হচ্ছে ৩৭৫টি। এর মধ্যে স্থায়ী ৩৫৯টি ও অস্থায়ী ১৬টি ভোট কক্ষ। মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ২৮ জন। পুরুষ ৮৪ হাজার ৮২৭ জন ও ৮৫ হাজার ২০১ জন হলেন মহিলা ভোটার। ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৩৭৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৫০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। এ উপজেলায় ১ পৌরসভা ও ৯টি ইউনিয়ন রয়েছে।
গোয়াইনঘাট উপজেলার ভোটার ১ লাখ ৭৯ হাজার ৩০২ জন। পুরুষ ৯১ হাজার ৪৫৭ জন ও মহিলা ৮৭ হাজার ৮৪৫জন। ৯ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৬৯টি। ভোট কক্ষ ৪২৮ টি। স্থায়ী ভোট কক্ষ ৩৯৭টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩১টি। থাকবেন ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৫৬ জন পোলিং অফিসার।
বিয়ানীবাজার উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৮৪৪ জন ও ৮৬ হাজার ৭৭১ জন হলেন মহিলা ভোটার। ১ পৌরসভা ও ১০ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৮৯টি। ভোট কক্ষ ৪৬৩টি। স্থায়ী ভোট কক্ষ ৪১০টি ও অস্থায়ী ভোট কক্ষ ৫৩টি। এ উপজেলায় ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯২৬ জন পোলিং অফিসার ভোটগ্রহণকারী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
জৈন্তাপুর উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬২২ জন। পুরুষ ৫৪ হাজার ৪৯৩ জন ও ৫২ হাজার ১২৯ জন মহিলা ভোটার। ৬ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৪৫টি। ভোট কক্ষ ২৬৯টি। স্থায়ী ২০৮টি ও অস্থায়ী ভোট কক্ষ ৬১টি। ৪৫ জন প্রিজাইডিং অফিসার, ২৬৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৫৩৮ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।
দক্ষিণ সুরমা উপজেলায় ভোটকেন্দ্র ৭৮টি। ভোট কক্ষ ৪১৭টি। স্থায়ী ৪০২টি ও অস্থায়ী ভোট কক্ষ ১৫টি। ৭৮ জন প্রিজাইডিং অফিসার, ৪১৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৩৪ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন। এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ৩৯১ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ৮৪৬ জন ও ৮৩ হাজার ৫৪৫ জন হলেন মহিলা ভোটার।
জকিগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৮২ জন। পুরুষ ৭৮ হাজার ৪৫৩ জন ও মহিলা ভোটার ৭৬ হাজার ২৯ জন। ১ পৌরসভা ও ৯ ইউনিয়নের এ উপজেলায় ভোটকেন্দ্র ৭৭টি। ভোট কক্ষের সংখ্যা ৩৫৫টি। স্থায়ী ৩৪৬টি ও অস্থায়ী ভোট কক্ষ ৯টি। ৭৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৫৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭১০ জন পোলিং অফিসার ভোট গ্রহণ করবেন।