বিএনপিকে নিশ্চিহ্ন করতে গ্রেপ্তার : ফখরুল
প্রকাশিত হয়েছে : ৮:৫৫:৪০,অপরাহ্ন ০৮ জুন ২০১৭ | সংবাদটি ১৬৭৭ বার পঠিত
সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে নিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টিকে নির্যাতনের ধারাবাহিকতা উল্লেখ করে তিনি বলেন, সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার ইচ্ছা বাস্তবায়ন হবে না।
জয়পুরহাট জেলা বিএনপির নেতা এম এ আব্দুল গফুরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এম এ আব্দুল গফুরের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনা দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেপ্তার, কারান্তরীণ ও নির্যাতনেরই ধারাবাহিকতা। এটি বর্তমান সরকারের হিংসাশ্রয়ী রাজনীতির আরেকটি জঘন্য বহিঃপ্রকাশ।
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, কারান্তরীণ এবং দমন চালিয়ে দেশের বিরোধী দল বিশেষ করে বিএনপিকে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্খা এদেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না।
মির্জা ফখরুল অবিলম্বে এম এ আব্দুল গফুর এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।