সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকনকে নিয়ে লন্ডনে স্বজন সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২:২০:০৬,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২২ | সংবাদটি ৬২৯৬ বার পঠিত
লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্য সফররত প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও কলামিস্ট ইব্রাহিম চৌধুরী খোকনকে নিয়ে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ঠা নভেম্বর শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে আয়োজিত সভায় অংশ নেন বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকসহ লেখক ও সুধীজনরা।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসনের সভাপতিত্বে ও চ্যানেলে এসের স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ইব্রাহিম চৌধুরী খোকনের সাংবাদিকতার ক্যারিয়ার, রাজনৈতিক তৎপরতা ও মার্কিন মুল্লুকের বাংলাদেশী কমিউনিটির নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইছির মাহমুদ, সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সহ-সভাপতি রহমত আলী
ক্লাবের নিবার্হী সদস্য আহাদ চৌধুরী বাবু ও আনোয়ার শাহজাহান, সাংবাদিক মিছবাহ জামাল, কবি হামিদ মোহাম্মদ, কবি মঈনুর রহমান বাবুল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ছড়াকার ও কবি দিলু নাসের, দৈনিক জালালাবাদ পৃষ্ঠপোষক সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সানরাইজ টুডে সম্পাদক এনাম চৌধুরী, বাংলা পোষ্টের রিপোর্টার বাবুল হোসেন, সৈয়দ জহুরুল হক, প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তবারুকুল ইসলাম,বিলেত টিভি রিপোর্টার আলাউর রহমান শাহীন, আইয়ন টিভির চিফ রিপোর্টার চৌধুরী মুরাদ, আমিনুল হক মুন্না, প্রেস ক্লাব সদস্য তৌহিদ চৌধুরী, সাজু আহমদ, মোহাম্মদ খান, বায়ান্নো বাংলার জামান আহমেদ ও এলবিটিভির ফারিয়াসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী সাংবাদিক ও সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকনের লেখনীর ভূয়সী প্রসংশার পাশাপাশি তাঁর ছাত্র রাজনীতির নানা চড়াই-উৎরাই এবং সিলেটের সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।