১৯৭১ গণহত্যার স্বীকৃতি ও বিচার চেয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব
প্রকাশিত হয়েছে : ৬:২৭:২৮,অপরাহ্ন ১৫ অক্টোবর ২০২২ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
এবার ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর চালানো অভিযানকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ ঘোষণার দাবি উঠলো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। প্রস্তাবটি দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপন করেন দুই কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট ও রো খান্না।
তাদের উত্থাপিত ”১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি” শীর্ষক আট-পাতার রেজ্যুলশনে পাকিস্তানের সরকারের প্রতি সেই গণহত্যা সংগঠনে ভূমিকা স্বীকার করে বাংলাদেশের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার এবং সেই ঘটনায় জড়িতদের বিচারের আহবান জানানো হয়েছে।
সেই প্রস্তাবটি অনেকে টুইট করেছেন। আর খবরটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে।
প্রস্তাবটি উত্থাপনকালে চ্যাবট বলেন, ‘কালের পরিক্রমায় লাখো লাখো মানুষের গণহত্যার স্মৃতি মুছে যেতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, “আইনে একে গণহত্যা ঘোষণা করা হলে ইতিহাসের দলিল জোরালো হবে। আমেরিকার জনগণ সে বিষয়ে জানতে পারবে।
“সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনকারীদের জানা থাকবে, গণহত্যার অপরাধ কেউ সহ্য করবে না, ভুলবেও না।”
ভারতীয় বংশোদ্ভুত কংগ্রেসম্যান রো খান্না বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ জাতিগত বাঙালি ও হিন্দুদের গণহত্যা ও বাস্তুচ্যুতির বিস্মৃতমান ইতিহাস স্মরণে চ্যাবট উত্থাপিত এই প্রস্তাবে সমর্থন দিতে পেরে আমি গর্বিত।’
রেজ্যুলেশনে বলা হয়েছে, গোটা জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী এর জন্য দায়ী নয়। তবে যারা দায়ী, তাদের দ্বারা সংঘটিত নৃশংসতাকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির প্রতি আহবান জানানো হয় এতে।