৯১ ইউনাইটেড কিংডম এর ঈদ পূর্ণমিলনী ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৩৪:৫৪,অপরাহ্ন ০৯ জুন ২০২২ | সংবাদটি ১৩৬২ বার পঠিত
গত ৩১ মে মঙ্গলবার “৯১ ইউনাইটেড কিংডম” এর ঈদ পূর্ণমিলনী ও সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়।
১৯৯১ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
সকাল ১০ ঘটিকার সময় ইলফোর্ড হতে কোচ নিয়ে যাত্রা শুরু করে দুপুর ১২ ঘটিকায় ফোকস্টোন সমুদ্র সৈকতে যাত্রা বিরতি করা হয়। সমুদ্র সৈকতে বিভিন্ন ধরণের খেলার আয়োজন করা হলে ৯১ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
কোচে শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ সহ গান, কৌতুক, কবিতা আবৃত্তির মাধ্যমে সমুদ্র সৈকত ভ্রমণ মুখরিত করে তোলেন।
সমুদ্র সৈকতে ফুটবল, ক্রিকেট, মিউজিক পিলো সহ বিভিন্ন ধরণের খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ ছিল মহিলা বনাম পুরুষদের মধ্যে দড়ি টানাটানি খেলা। এতে মহিলা গ্রুপ বিজয়ী হয়। পরবর্তীত সময়ে বিজয়ীদের পুরস্কার, সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়।
পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন বি এম রাফি, রাবেয়া জামান জুসনা, আমির খসরু, আনোয়ারুল হক শাহিন, আহমেদ সালেহ রোমী, মাহমুদা খানম, সাবিন চামেলি সহ ৯১ ব্যাচের শিক্ষার্থীরা।