সিলেটে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র ও তথ্য কমপ্লেক্স শিগগিরই : তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৬:২৩:১১,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২২ | সংবাদটি ২০৯৮ বার পঠিত
শিগগির সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ও তথ্য কমপ্লেক্স স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি গতকাল সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র করা হবে, সেটির জায়গা নির্ধারণের জন্য এসেছি। মহামারি করোনার জন্য এ কাজ দেড় বছর পিছিয়ে গেছে। তবে শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করা হবে। যদি করোনায় তাড়া না দিত তাহলে অনেক আগেই আমরা এর কার্যক্রম শুরু করতে পারতাম। এ কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি।’
দ্রুতগতিতে কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করে এ সময় মন্ত্রী বলেন, এখানে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন হলে ঢাকা চট্টগ্রামের মতো তখন সিলেট থেকে কেউ গান গাইলে সারা দেশে দেখাশোনা যাবে, একই সঙ্গে সিলেট থেকে আঞ্চলিক খবরও প্রচারিত হবে।
ড. হাছান বলেন, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে সরকার দেশের ছয়টি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। তবে জমি অধিগ্রহণ করার জন্য এ প্রকল্প বাস্তবায়ন কিছুটা বিলম্বিত হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটে জমির কোনো সমস্যা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, একইসঙ্গে সিলেটে একটি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে, যা এ অঞ্চলের কালচারেল হাবে রূপান্তরিত হবে। তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে ২৬টি তথ্য কমপ্লেক্স নির্মিত হবে, এরই মধ্যে ১০টির স্থান চূড়ান্ত হয়েছে, বাকি ১৬টির জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। উল্লেখ্য বর্তমান বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয় সংলগ্ন স্থানে ৮৭ কোটি টাকা ব্যয়ে বেতার কমপ্লেক্স নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।