আল্লামা আহমদ শফী (রহ.): বাংলার এক নক্ষত্রের বিদায়
প্রকাশিত হয়েছে : ২:৪৩:০১,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৪৩৪৫ বার পঠিত
ইমরান আহমদ:: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, উম্মুল মাদারিস দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আর নেই।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মৃত্যকালে এই প্রবীণ আলেমের বয়স হয়েছিল ১০৪ বছর।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীরের দায়িত্ব ছাড়াও তিনি একইসাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম ছিলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পদ থেকে পদত্যাগ করার পর গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছিল তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও পরে আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার বিকেল ৫টায় ঢাকায় পৌছেন তিনি। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর সংক্ষিপ্ত জীবনী ◕
◕ জন্মঃ ◕
আল্লামা শাহ আহমদ শফী ১৯১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানাধীন পাখিয়ার টিলা গ্রামে এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন।
◕ শিক্ষা জীবন ◕
প্রথমে গ্রামের স্কুলে ও মক্তবে লেখা-পড়া শুরু করেন। মাত্র ১০ দশ বছর বয়সে বাবা-মা হারা এতিম আহমদ শফী মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় নিয়মিত মেধা তালিকায় প্রথম থেকে, প্রাইমারী পাঠ শেষ করে দারুল উলূম হাটহাজারীতে ভর্তী হন । সেইখানে অধ্যয়ন শেষে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ১৯৫১ সালে ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র ভারতের দারুল উলূম দেওবন্দে চার বছর অধ্যয়ন করেন।
◕ বর্ণাঢ্য কর্ম জীবন ◕
■ মুফতী, শাইখুল হাদিস, তাফসিরুল কোরআন, লেখক ও সম্পাদক আল্লামা শাহ আহমদ শফী দারুল উলূম হাটহাজারীতে শিক্ষকতা পেশায় যোগদান করেন ।
■বর্তমানে তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ।
■ বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান ।
■ মাসিক মুঈনুল ইসলাম ম্যাগাজিনের সম্পাদক ।
■ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর।
◕ লেখক ◕
লেখক আল্লামা শাহ আহমদ শফীর বাংলা, উর্দূ , আরবি সহ বিশ্বের ভিবিন্ন ভাষায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির ও বেশী । প্রকাশের অপেক্ষায় আছে আরো অনেক বই ।
◕ কিছু কথা ◕
বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামি শিক্ষাকেন্দ্রের সাথে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে সারা দেশে রয়েছে তার লাখ লাখ ছাত্র, মুরিদ, ভক্ত ও খলিফা।
কওমি ধারার ৪৮ হাজার মাদরাসার প্রায় প্রত্যেকটির শিক্ষকতা ও পরিচালকের পদে রয়েছে তার অগণিত ছাত্র।
এ ছাড়াও তার শত শত খলিফা বা প্রতিনিধির মাধ্যমে আরো লাখ লাখ ভক্ত ছড়িয়ে- ছিটিয়ে রয়েছে দেশের সর্বত্র এবং বহিঃবিশ্বের অনেক স্থানে।
দেশের ওলামা-মাশায়েখ এবং ইসলামি রাজনীতির সাথে জড়িত শীর্ষ আলেমদের মধ্যে সমবয়সী দু-একজন ছাড়া প্রায় সবাই তার ছাত্র, মুরিদ অথবা ভক্ত।
◕ রাজনীতি ◕
ব্যক্তি জীবনে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে কখনো নিজেকে জড়াননি। তবে ইসলাম ও মুসলমানদের যেকোনো সঙ্কটে আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে পারস্পরিক মতভেদ ভুলে সবাই ছুটে যান তার কাছে। ইসলাম ও মুসলিম স্বার্থের প্রয়োজনে সাড়া দিতেও কখনো দেরি করেননি তিনি। এ কারণে বহুধাবিভক্ত ইসলামি নেতৃবৃন্দের ঐক্যের প্রতীকও বলা হত আল্লামা শাহ আহমদ শফী (রহ.) কে।
# আমরা দো’আ করি, আল্লাহ তা’আলা হযরতেকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবার-পরিজন, ছাত্র, মুরিদান, শাগিরদ ও শুভাকাঙ্খীদের ধর্য্য ধারণের তাউফিক দান করেন। আমীন।