শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণে জালালাবাদ টিভির বিশেষ আয়োজন হৃদয়ে বঙ্গবন্ধু
প্রকাশিত হয়েছে : ১২:৫১:৪২,অপরাহ্ন ১৩ আগস্ট ২০২০ | সংবাদটি ৮২২ বার পঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে লন্ডনভিত্তিক অনলাইন টিভি চ্যানেল জালালাবাদ টিভি।
গত ১২ আগষ্ট বুধবার লন্ডন সময় বিকাল ৪ ঘটিকা এবং বাংলাদেশ সময় রাত ৯ ঘটিকার সময় জালালাবাদ টিভির লাইভ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর এবং কবি ও সংগঠক ইমরোজ সোহেল।
এ্যাড. শিমুল পারভীনের সঞ্চালনায় আলোচনার ফাঁকে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন অতিথি এবং সঞ্চালক।
সাবেক সংস্কৃতিমন্ত্রী, প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, দূরদর্শী চিন্তার মাধ্যমে বঙ্গবন্ধু রাজনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রেখেছেন। এমন রাজনীতিবিদ বাঙালি জাতি আর পাবে না। জাতিসত্তার বিকাশে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে অনন্য অবদান রেখেছেন। এখানেই বঙ্গবন্ধুর মহত্ত্বের পরিচয় পাওয়া যায়। তিনি বঙ্গবন্ধুর নিয়ে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শুনান।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তাধারার কথা তুলে ধরে বিশিষ্ট কবি ও সংগঠক ইমরোজ সোহেল বলেন, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের নিয়মকানুন তৈরি হয় না, মানুষকে যে মূল্য দেয় সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না। একক নেতৃত্বের দিক দিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আর কারো তুলনা চলে না। তিনি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে নিজের নিজের লিখা বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শুনান।
এর আগে সঞ্চালক এ্যাড. শিমুল পারভীনের কণ্ঠে তার রচিত ‘মুজিবের নামে কাব্য কবিতা, কেন লিখি বারবার’ কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। মোট ১ ঘন্টা ৪৫ মিনিট সময় নিয়ে পুরো অনুষ্ঠান ভিউয়ারদের মন কেড়ে নেয়। শত শত কমেন্টের মাধ্যমে ভিউয়ার্স অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বিশেষ করে আসাদুজ্জামান নুরকে পেয়ে ভিউয়ার্সরা উচ্ছাস প্রকাশ করেন।
লাইভ অনুষ্ঠানটি জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
হৃদয়ে বঙ্গবন্ধু শিরোনামে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে জালালাবাদ টিভি এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আসাদুজ্জামান নূর এবং ইমরোজ সোহেল।
হৃদয়ে বঙ্গবন্ধু অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন জালালাবাদ টিভির কর্ণধার, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
নিচে জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের লিংক দেয়া হল।
ফেসবুক (www.facebook.com/JalalabadTV), ইউটিউব (www.youtube.com/Jtv24), ওয়েবসাইট (www.jalalabad.tv)