ডা. সাবরিনার দ্বিতীয় দফা রিমান্ড চাইল ডিবি
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:৫০,অপরাহ্ন ১৭ জুলাই ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথকেয়ারের জালিয়াতির মামলায় গ্রেফতার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক (বরখাস্ত) সাবরিনা শারমিন হুসাইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে দ্বিতীয় দফা রিমান্ডে নেয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টায় আদালতে তুলে ৫ দিনের রিমান্ডে চায় ডিবি।
এর আগেও আদালত সাবরিনাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।
এদিকে, বৃহস্পতিবার (১৬ জুলাই) জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।
গত ২৬ জুন করোনা রিপোর্ট জালিয়াতির অভিযোগে ২৩ জুন আরিফসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আর সাবরিনাকে গ্রেফতার করা হয় ১১ জুলাই।