সিলেটে করোনা আক্রান্ত রোগীদের জন্য সুখবর!
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:১৪,অপরাহ্ন ২৭ জুন ২০২০ | সংবাদটি ৬২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের করোনা আক্রান্ত রোগিদের জন্য নতুন এক সুখবর।
সিলেটে সরকারীভাবে স্থাপিত শহীদ শামসুদ্দিন হাসপাতালের ন্যায় সম্পূর্ণ সরকারীভাবে আরেকটি হাসপাতাল করোনা আক্রান্ত রোগিদের জন্য যাত্রা শুরু করলো।
সিলেট শহরতলির খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালটি করোনা আইসোলেশন সেন্টার হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এতে করোনা আক্রান্ত দরিদ্র রোগিদের চিকিৎসা ব্যায় কিছুটা হলেও বাঁচবে বলে আশা অনেকের।
শনিবার (২৭ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালটির এ কার্যক্রম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. মো. আনিসুর রহমান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফছর আহমদ।
উল্লেখ্য, এতোদিন সিলেটে তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত রোগিদের চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। এরমধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পুরোপুরিভাবে করোনা রোগীদের জন্য বরাদ্দ ছিলো। এই সরকারি হাসপাতাল ছাড়া বাকি দুটি বেসরকারি, যেগুলোতে করোনা চিকিৎসায় গুনতে হচ্ছে বড় অঙ্কের টাকা। সেখানে বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্তদের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতিতে সিলেটে আরেকটি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় শুরু হলো করোনা আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসাসেবা।
জানা গেছে, সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে গত ৯ জুন বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিলেটের করোনা চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াসহ শীর্ষ কর্মকর্তা ও কিডনি ফাউন্ডেশনের সাথে জড়িতরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয় কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় ৩১ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসার জন্য কাজে লাগানো হবে। এ দুই হাসপাতাল মিলিয়ে শয্যাসংখ্যা হয় ৬২টি। তবে এ দুই হাসপাতালে আইসিইউ সুবিধা থাকছে না।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, এ দুই হাসপাতালে কিডনি ফাউন্ডেশন, প্রবাসীরা সহযোগিতা করেছেন। তবে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতাল দুটি চলবে। এর মধ্যে শনিবার চালু হলো খাদিমপাড়ার হাসপাতালটি।
তিনি জানান, খাদিমপাড়াস্থ হাসপাতালে বর্তমানে সিলিন্ডার দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে স্থায়ীভাবে অক্সিজেন সরবরার ব্যবস্থার কাজ করা হবে। তবে তিনি জানান, যেসব রোগীর আইসিইউ প্রয়োজন হবে, তাদেরকে দ্রুত শামসুদ্দিনে নিয়ে আসা হবে।