বাবুনগরীর ইস্তফা, শেখ আহমদ হাটহাজারীর সহকারী পরিচালক!
প্রকাশিত হয়েছে : ২:৪২:৪২,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ১৩২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী ইস্তফা দেয়ায় দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদকে।
বুধবার (১৭ জুন) হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর আহবানে ও সখাপতিত্বে জামেয়ার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সামনে শুরা কমিটির নেয়া সিদ্ধান্ত ঘোষণা করেন মাওলানা নোমান ফয়জী।
তিনি জানান, আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিতে হাটহাজারীর বর্তমান সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী মুঈনে মুহতামিমের পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন। শুরা কমিটির সদস্যরা উক্ত ইস্তফার বিষয়টি গ্রহণ করেছেন এবং আল্লামা বাবুনগরীর স্থলে জামেয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ সাহেবকে মুঈনে মুহতামিম হিসেবে আল্লামা আহমদ শফীই নির্ধারণ করেছেন।
মাওলানা নোমান ফয়েজি আরও জানান, হাটহাজারীর বর্তমান মুহতামিম আল্লামা আহমদ শফির অবর্তমানে পরবর্তী শুরা কমিটির বৈঠকের আগ পর্যন্ত জামেয়ার পরিচালনার দায়িত্ব আল্লামা শেখ আহমদ সাহেব পালন করবেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শুরা কমিটির সদস্য আল্লামা আবদুল কুদ্দুস, আল্লামা আবুল কাসেম, আল্লামা নুরুল আমীন, আল্লামা সোহাইল নোমানী, আল্লামা আবুল হাসান, মাওলানা সালাহউদ্দিন, মাওলানা ওমর ফারুক, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা নোমান ফয়জী ও মাওলানা মাহমুদুল হাসান।
জানাগেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কার নাম ঘোষণা করতে পারেন- এমন গুঞ্জন শুরু হয়।
গত মে মাসের শুরু থেকে মাদরাসার ভিতরে-বাহিরে এ গুঞ্জন প্রকাশ্যে আলোচনা সমালোচনায় রূপ নেয়। গুঞ্জনের একটি নাম প্রকাশ্যে চলে আসার পর মাদরাসার শিক্ষক, স্থানীয় আলেম সমাজ ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবাদী হয়ে উঠেন। তাদের দাবি ছিল, হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের মত গুরুত্বপূর্ণ চেয়ারে ইসলামী শরীয়ত মোতাবেক শূরা নির্ধারিত কোনো যোগ্য আলেমকে বসানো।
এ গুরুত্বপূর্ণ পদে আল্লামা জুনায়েদ বাবুনগরীকেই যোগ্য হিসেবে দাবি করেছিলেন বেশিরভাগ মানুষ। কিন্তু বুধবারের শূরা বৈঠকে নাম আসে আল্লামা শেখ আহমদের।