সিলেটের রেড জোন এলাকা লকডাউন অনিশ্চিত!
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৫০,অপরাহ্ন ১৭ জুন ২০২০ | সংবাদটি ৫০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াায়`রেড জোন` হিসেবে চিহ্নিত সিলেটের বিভিন্ন এলাকা লকডাউন কার্যকর নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
এরআগে লকডাউনের তারিখ চুড়ান্ত করেও তা বাস্তবায়ন না হওয়ায় এখন অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
আসলেই কী সিলেট লকডাউন হবে কি না সর্বমহলে এখন এমন প্রশ্ন।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) মাল্টিসেক্টরাল কমিটির সভায় সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পুরো সিলেটের রেড জোন এলাকা লকডাউনের আওতায় আনা হবে। পরে বিকেলে সিসিকে এক বৈঠকে বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার (২০ জুন) থেকে নগরীর রেড জোন এলাকা লকডাউনের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে, বুধবার (১৭ জুন) পুণরায় এক বৈঠকে পুর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে মাল্টিসেক্টরাল কমিটির।
কমিটির পরবর্তী সভায় লকডাউন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এমনটা নিশ্চিত করেছেন জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
তিনি গণমাধ্যমকে জানান, সিলেট জেলার রেড জোনগুলো আপাতত লকডাউন করা হচ্ছে না। জেলার মাল্টিসেক্টরাল কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে পরবর্তী সভা কবে অনুষ্ঠিত হবে তা তিনি বলতে পারেননি।
তবে সিলেট নগরীর লকডাউন বিষয়ে কি সিদ্ধান্ত আসবে এ বিষয়ে এখনও জানাযায়নি।