তিনটি হাসপাতাল ঘুরে ভর্তির আগেই হুইল চেয়ারে মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৫:৩৩:৫১,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: স্বামীর অতিরিক্ত শ্বাসকষ্ট। চিকিৎসার জন্য এক এক করে তিনটি হাসপাতাল ঘুরলেন স্ত্রী। কিন্তু কোন হাসপাতালেই চিকিৎসাতো দূরের কথা, কোন ডাক্তারই দেখতে আসেননি। অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের সামনে অপেক্ষা করতে থাকেন ভর্তি করানোর জন্য। কিন্তু ভর্তি করানোর আগেই স্ত্রীর সামনেই মারা যান স্বামী আইয়ুব আলী।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।
জানা গেছে, তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা পঞ্চাশোর্ধ্ব আইয়ুব আলীকে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরের হাসপাতালে ভর্তির জন্য এনছিলেন তার স্ত্রী। নগরীর বেসরকারি মেডিকেল সেন্টার, মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়েও তাকে ভর্তি করাতে ব্যর্থ হন স্বজনরা। অবশেষে দুপুর ১২ টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের সামনে আইয়ূব আলীকে হুইল চেয়ারে বসিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। পরীক্ষা করার জন্য যখন ভিতরে নেয়ার আগেই হুইল চেয়ারেই পরপারে পাড়ি দেন আইয়ূব আলী।
এসময় আইয়ূব আলীর স্বজনরা বলেন, সময়মতো আইয়ুব আলীকে যদি অক্সিজেন সরবরাহ করা যেত তাহলে তাকে বাঁচানো যেত। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও হাসপাতালের কেউ এগিয়ে আসেননি।
এ ধরনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বেসরকারি হাসপাতালগুলোর এমন আচরণ আর মেনে নেয়া হবে না। অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বেসরকারি হাসপাতাল তদারকির জন্য গঠিত সার্ভিলেন্স টিমের প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান বলেন, ‘নগরীর অধিকাংশ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের কাছে আইসিইউ বেড খালি নেই, ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই, চিকিৎসক সংকট রয়েছে- এ ধরনের অজুহাত দিচ্ছে। কিন্তু সোমবার আমরা নগরীর ১৬টি বেসরকারি হাসপাতালে ৮৪টি শয্যা খালি থাকার চিত্র পেয়েছি। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেয়া হবে।’
(ছবিটি তুলেছেন যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো অফিসের ফটোসাংবাদিক রাজেশ চক্রবর্তী)