করোনাবেষ্টিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা!
প্রকাশিত হয়েছে : ১২:১৪:৪৫,অপরাহ্ন ১১ জুন ২০২০ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একাদশ জাতীয় সংসদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এবারের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজায় কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়।
করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে কোরাম পূর্ণ করে সর্বোচ্চ ৮০ জনের অংশগ্রহণে বাজেট উপস্থাপন হয়েছে।
কোরাম পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৬০ জন বা তার কিছু বেশি সদস্য অধিবেশনে উপস্থিত থাকবেন বলে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
১২ কার্যদিবসের এবারের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করেন।
বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় অধিবেশন মুলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।
১৬ জুন প্রস্তাবিত সাধারণ বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে এবং অর্থবিল আকারে পাস হবে।
প্রতিবছর বাজেট উপস্থাপন সরাসরি দেখার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশনের প্রতিনিধি, বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। এবছর তার ব্যতিক্রম। করোনাভাইরাস এর কারণে গণমাধ্যমকর্মীদেরও সংসদে গিয়ে সংবাদ সংগ্রহে নিরুৎসাহিত করা হয়েছে।