হাসপাতালের জানালা দিয়ে পালালেন করোনা আক্রান্ত নারী!
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:৩৭,অপরাহ্ন ০১ জুন ২০২০ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
দিনাজপুর থেকে সংবাদদাতা:: সকলের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন করোনা আক্রান্তে চিকিৎসাধিন এক নারী। তবে পালিয়ে গিয়ে নিজ গ্রামেও ঠাঁই পাননি ওই মহিলা।
সোমবার (১ জুন) ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের প্রয়াস আত্রেয়ীর কোভিড হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে প্রশাসনিক মহলে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরআগে শনিবার (৩০ মে) বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া গ্রাম থেকে ওই মহিলাকে কোভিড হাসপাতালে আনা হয়েছিল।
এদিন সকলের নজর এড়িয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ব্যাপক তল্লাশিতে নামে। জাতীয় সড়কের গাড়িগুলি আটকে তল্লাশি চালানো হয়। পরে ওই রোগীর বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। ফের তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীরা তাঁকে গ্রামে ঢুকতে না দেওয়ায় একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিল ওই মহিলা। ঘটনার জেরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে কোভিড হাসপাতাল লাগোয়া এলাকায়। হাসপাতাল থেকে করোনা আক্রান্তের পালানোর প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে বলেন, এমন হবার কথা ছিল না। কিন্তু পালানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেই মহিলাকে উদ্ধার করেছে।