সিলেট জেলায় একদিনে করোনা আক্রান্ত ৪৮ জন!
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৫০,অপরাহ্ন ২৭ মে ২০২০ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
xআমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট জেলায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৮ জন।
এনিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৮৮ জনে।
সিলেটে স্থাপিত দুইটি ল্যাবে পরীক্ষা করে একদিনে এটিই আক্রান্ত সর্বোচ্চ।
বুধবার (২৭ মে) সিলেট ওসমানী হাসাপাতাল ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন ৪২ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় শনাক্ত হন ৬ জন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আর শাবির একটি সুত্র জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ৯০ টি নমুনা পরীক্ষা করা হলে ৬ জনের পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের বেশিরভাগই সিলেট নগরী ও সদর উপজেলার। এছাড়া কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট ছাড়া প্রায় সব উপজেলারই রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭৬২ জনের।
এরমধ্যে সিলেট জেলায় ৩৮৮ জন, সুনামগঞ্জে ১১৩ জন, হবিগঞ্জে ১৬৪ জন ও মৌলভীবাজারে ৯৭ জন।