বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত, বাড়ছে আতঙ্ক!
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৩০,অপরাহ্ন ১৮ মে ২০২০ | সংবাদটি ৪৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬০২ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।
সোমবার (১৮ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ নিয়ে দেশে মোট ২৩ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৩৪৯ জন।
মৃত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ আর চারজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, সিলেট ও রাজশাহী বিভাগের ১ জন করে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। শনাক্তের বিপরীতে এই হার ১৯ দশমিক ২১ শতাংশ।