ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ স্লোভেনিয়া!
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৫৯,অপরাহ্ন ১৫ মে ২০২০ | সংবাদটি ৫২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস মহামারিতে স্তব্ধ গোটা বিশ্ব। এ ভাইরাসের তাণ্ডব চলছে সর্বত্র৷ এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে ওশিয়ানিয়া৷ সব জায়গার দৃশ্য এখন একই৷ করোনা ভাইরাস নিঃসন্দেহে এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম। কোনও যুদ্ধ বা পরমাণু হাতিয়ার নয়, একটা অজানা ভাইরাসেই গোটা পৃথিবী স্তব্ধ৷ অনেক দেশই অবশ্য চেষ্টা করছে ধাপে ধাপে লকডাউন তুলে স্বাভাবিকে ফেরার৷ কিন্তু সংক্রমণের সংখ্যা যেভাবে প্রতিদিন বাড়ছে, তাতে স্বস্তিতে নেই বিশ্বের কোনও দেশই ৷
ইতিমধ্যেই বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ৪৫ লাখের বেশি। করোনা হয়তো এইডসের মতোই কোনওদিনই নির্মূল করা সম্ভব নয়৷ এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু৷
কিন্তু এই সবের মধ্যেই আশার খবর শোনাচ্ছে ইউরোপের ছোট্ট দেশ স্লোভেনিয়া ৷
আল জাজিরা জানায়, শুক্রবার (১৫ মে) ইউরোপীয় রাষ্ট্র স্লোভেনিয়া ঘোষণা করে যে, তাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। স্বাস্থ্য বিষয়ে দেশটিকে আলাদা ভাবে বিশেষ কোন পদক্ষেপ নিতে হচ্ছে না।
গত দু’মাস ধরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর অবশেষে দেশটি করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জানেজ জানসা নিজেই এই খুশির খবর জানিয়েছেন পার্লামেন্টে৷
সীমান্তে কড়াকড়িও অনেকটাই শিথীল করা হচ্ছে৷ প্রধানমন্ত্রী জানসা জানান, ‘‘স্লোভেনিয়া গত দু’মাস ধরে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছে। আজ মহামারি মোকাবিলায় স্লোভেনিয়া ইউরোপের সেরা। আমরা এখন গর্ব করে বলতে পারি স্লোভেনিয়ায় করোনা ভাইরাসমুক্ত।’’
গত ৪ মার্চ স্লোভেনিয়ায় প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মোট ১৪৬৪ জন আক্রান্ত হন কোভিডে। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের৷