সিলেট কুচাই এলাকায় তেলবাহী লরি বিস্ফোরণে দু’জন নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:২৭,অপরাহ্ন ১৪ মে ২০২০ | সংবাদটি ১৪৮৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই এলাকায় একটি ওয়ার্কশপে তেলবাহী লরি বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন।
এছাড়া আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হচ্ছেন ওয়ার্কশপের মালিক কমর উদ্দিন ও লরির মালিক মনির উদ্দিন।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১২ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশ এলাকায় আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুচাই এলাকার ওয়ার্কশপে তেলবাহী লরির (ঢাকা মেট্টো ড ৪১-০২০৯) টেংকির ভিতরে ঢুকে মেরামত করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সেখানেই তারা মারাযান। এসময় অপর একজন গুরতর আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষনিক সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে সাথে সাথে আলমপুরস্থ ফায়ার সার্ভিসের একটি দল, আলমপুর ফাঁড়ির পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশ এসে লাশ দু’টি গাড়ির ভিতর থেকে উদ্ধার করে।
নিহত ওয়ার্কশপের মালিক কমর উদ্দিন কুচাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দু’টি সিলেট ওসমানী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।