করোনায় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:০১,অপরাহ্ন ১০ মে ২০২০ | সংবাদটি ৪১৫ বার পঠিত
জামালপুর থেকে সংবাদদাতা:: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জামালপুর-৪ আসনের সাবেক এমপি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার।
রবিবার (১০ মে) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান (
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আনোয়ারুল কবির ২০০১ সালে জামালপুর-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে আনোয়ারুল কবির প্রথম দিকে জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।