সিলেটে একদিনে ৬৬ জন আক্রান্ত, আরও বাড়ার সম্ভাবনা!
প্রকাশিত হয়েছে : ২:১২:১৬,অপরাহ্ন ০১ মে ২০২০ | সংবাদটি ৭০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে এক লাফে দেড়শতাধিক ছড়ালো করোনা আক্রান্তের সংখ্যা।
নতুন করে একসাথে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। তাদের সকলের স্যাম্পল ঢাকায় পরীক্ষা হয়। রাতে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরকে ৬৬ জনের শরীরে করোনা শনাক্তের সংবাদ ঢাকা থেকে টেলিফোনে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, গত ২৪, ২৫ ও ২৬ এপ্রিল এসব স্যাম্পল ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল।ওসমানী হাসপাতালের ল্যাবে জট থাকায় এক হাজারের বেশি নমুনা ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে শুক্রবার ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। রাতে মেইল আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
এনিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭৭ জনে।
এর আগে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে ১১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।