করোনা ‘হটস্পট’ নারায়ণগঞ্জে একদিনে আক্রান্ত ১৫০ জন
প্রকাশিত হয়েছে : ৮:১৩:২৬,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৮৩ বার পঠিত
নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা:: বাংলাদেশের করোনা ‘হটস্পট’ খ্যাত নারায়ণগঞ্জে ১ দিনে ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
জেলার ১৬০ জনকে পরীক্ষা করে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৮৪৯ জন হলো।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত জেলায় দুই হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪২ জন ও সুস্থ হয়েছেন ৩০ জন।
এদিকে নারায়ণগঞ্জ ১৫০ শয্যার জেনারেল হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ হাসপাতালের চিকিৎসকের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত। তবে এ হাসপাতালের আরো আটজনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন নার্স, দুইজন ওয়ার্ড বয়, একজন ড্রাইভার ও চারজন আউটসোর্সিং কর্মী। তারা সবাই আইসোলেশনে রয়েছেন।
এর আগে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালের সুপার, বেশ কয়েকজন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, স্টাফসহ ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন।