সিলেটে ডাক্তার দম্পতিসহ আক্রান্ত আরও ১৩ জন!
প্রকাশিত হয়েছে : ৮:০৬:৩৯,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০২০ | সংবাদটি ৫৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে করোনাভাইরাসে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১১ জন ও সিলেট জেলার দুই চিকিৎসক দম্পতি রয়েছেন। এনিয়ে সিলেটে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১’শতে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানান।
সিলেট জেলার আক্রান্ত চিকিৎসক দম্পতির মধ্যে স্ত্রী রাগীব- রাবেয়া মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বামী ডিজি হেলথ অফিস, ঢাকায় কর্মরত।
এরআগে, রবিবার (২৬ এপ্রিল) সিলেট বিভাগে ৮ জনের শরীরে ধরা পড়ে করোনা। তাদের মধ্যে সিলেট জেলার ১জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজার জেলার ৬ জন ছিলেন।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে ১৮০ জনের করোনা পরীক্ষায় ১৩ জনের শরীরে তা ধরা পড়ে। তাদের মধ্যে সিলেট জেলার দুই জন ও সুনামগঞ্জ জেলার ১১ জন রয়েছেন।
এনিয়ে সিলেট বিভাগে ১০০ জনের শরীরে ধরা পরে করোনাবাইরাস।
তাদের মধ্যে সিলেট জেলার ১৬ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ৪৮ ও মৌলভীবাজাররের ১১ জন রয়েছেন।