পৃথক অভিযানে ৯২বস্তা চাল উদ্ধার!
প্রকাশিত হয়েছে : ২:০৩:৫২,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৬৩ বার পঠিত
ময়মনসিংহ থেকে সংবাদদাতা:: ময়মনসিংহের গৌরীপুরে পৃথক অভিযানে ৫০ কেজির ৯২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আজহারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ভুটিয়ারকোনা বাজারে মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে ৫০ কেজির ৬৭ বস্তা ও এর আগে একই দিনে ভুটিকোনা বাজারে আজহারুল ইসলামের ঘর থেকে ৫০ কেজির ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, উপজেলার ভুটিকোনা বাজারে ফজলু মুন্সীর ঘরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ। এর আগে একই দিনে দুপুর ২ টার দিকে ওই বাজারের আজহারুল ইসলামের ঘর থেকে ২৫ বস্তা চাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ২৫ বস্তার চাল উদ্ধারের ঘটনায় মামল দায়ের পর আজহারুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। রাতে উদ্ধার করা ৬৭ বস্তা চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।