সংবাদকর্মী আক্রান্ত, প্রথমআলো’র প্রধান কার্যালয় বন্ধ!
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৪০,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দৈনিক প্রথম আলোর একজন জ্যেষ্ঠ সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য পত্রিকাটির রাজধানীর কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা করা হলেও মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বিকল্প উপায়ে পত্রিকা ও অনলাইন প্রকাশনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
সোমবার (২০ এপ্রিল) প্রথম আলো অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই ওই জ্যেষ্ঠ সংবাদকর্মী নিজের বাসায় সঙ্গনিরোধ (আইসোলেশন) অবস্থায় ছিলেন। সোমবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাসহ সব বিষয়ে প্রথম আলো ওই সংবাদকর্মী ও তার পরিবারের পাশে রয়েছে।
এ অবস্থায় সোমবার থেকে পত্রিকাটির প্রায় শতভাগ কাজ বাসা থেকে সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলোর সাংবাদিক ও অন্য সব বিভাগের কর্মীরা বাসা থেকেই কাজ করছেন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত সব শেষ হেলথ বুলেটিন অনুসারে, দেশে করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১০ জন। দেশে এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৪৮। গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৮২ জন। অবশ্য করোনা থেকে ৮৫ জন সুস্থও হয়ে উঠেছেন।
আক্রান্তদের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু সাংবাদিকও রয়েছেন। সবশেষে এই তালিকায় যোগ হলেন প্রথম আলোর ওই সাংবাদিক।